সমকালীন নিলামী সুন্দরী
আধুনিক সভ্যতার নগ্ন নর্তকী হয়ে ঢুকে পড়েছে
অভিজাত অস্থায়ী রঙ্গমঞ্চের আদলে গড়া
অভিজাত সব উষ্ম বেডরুমে।
কেউ স্ত্রী বা সঙ্গীনী সেজে
কেউ গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড সেজে;
কেউ রক্ষিতা বা যৌন দাসীর ভূমিকায়
কেউ মডেল হিরোইন বেশে অঙ্গভঙ্গির খোলামেলা বিজ্ঞাপনী খামার প্রদর্শনীতে
কেউ বা ভাড়াটে হয়ে মুখোশাবৃত
সভ্যতার আড়ালে উলঙ্গ বেশ্যা সেজে
বিছানায় সঙ্গমে লিপ্ত। যেন জোড়ায় জোড়ায় নির্লজ্জ শূকরের বিষ্ঠায়- নষ্ট করছে পরিবেশ।
মর্দা কাপুরষত্বের নিক্ষিপ্ত কামুক নষ্ট বীজে-
নেড়ি কুকুরের যৌনড্রেনে
জন্ম দিয়ে চলেছে অবৈধ কুলাঙ্গার।
বাস্তবিক অর্থে- অর্থের কাছে বিকিয়েছে
সমকালীন নিলামি সুন্দরীর উত্তপ্ত শরীরের
প্রতিটি শিরা-উপশিরা, নষ্ট নিঃশ্বাসে ফুলে ফেঁপে উঠা স্তন,
সীমানা প্রাচীর ছেড়ে আসা বাড়ন্ত প্রান্তিক নিতম্ব।
নাক-মুখসহ যা দিয়ে চেপে শ্বাসরোধ করে তুলেছে
সমাজস্ত প্রকৃত মানুষ পরিচয়ের জীবন্ত প্রাণী।
রচনাকাল: ১৫।০৫।২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২২ আগস্ট ২০২১ ইং