তোমার হৃদয়ের জমিনে-
সীমাহীন বিরাট গহীনে-
সব সময়ই কি ট্রাফিকজ্যামের ছড়াছড়ি?
বারবার আমি লাল সিগন্যালে আটকা পড়ি!
নাকি মনের প্রবেশ পথে দিয়েছো মহাপ্রাচীর?
ওসব কিছু না, তোমার ইচ্ছায় ছিলো অবান্তর!
এ প্রেম পূর্নতাহীন,
এ প্রেম শিরোনামহীন।
রচনাকাল: ২১।০৫।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৭ মার্চ ২০২১ ইং