হ্যালো বন্ধু আছিস কেমন?
এতদিন পরে-
না কি আমায় গেছিস ভুলে?
ভুলবো কেন?
ভালো আছি আমি
তুই কেমন আছিস শুনি?
হোক না সেটা পরে,
পড়েছিস নিশ্চয় খবরের কাগজে?
হ্যাঁ পড়েছি, হলো নাতো সুবিচার
ফেলানী হত্যার।

প্রধান আসামী ছিলো যারা
সকলকে খালাস দিয়েছে ওরা।
আসলে হয়েছে কী জানিস বন্ধু?
ওঁরা সেজেছে অন্ধ।
চোরের ঘরে চুরির আদালত
তার উপর চোরই বিচারক।
বিচার যদি হয় এমন
তবে থাকবো বল কেমন?

রচনাকাল: ২৫।১২।২০১৪ ইং
দৈনিক ঘাঘট, ১২ জানুয়ারি ২০২১ ইং