কেন এমন লুকোচুরি খেলো ওগো মোর প্রিয়া
হঠাৎ মেঘলা নভোমণ্ডলে রঙধনু উঠিলো উথলিয়া!
প্রকৃতি বিষম বর্ষায় মাতিলো ধাপে ধাপে
ভরা হেমন্ত তবু নিরবে দোলে তার'ই কোলে,
পূর্ণজীবন ভাসিলো কবির করুন নিম্নচাপে
তবুও ভুলিলো সব, ক্ষণকাল হাসির সে'টোলে।
সেই হাসি’তো যুগ-যুগান্তর প্রতিক্ষিত ধুমকেতুর মত
সে’যে দূর্লভ, চাইলেই পাবো না কপাল চাপড়ে শত।
সেই হাসি উড়ন্ত পাখির ডানায় টলমলে শিশির
সেই হাসি পৌষের ভোরে মিষ্টি মধুর রৌদ্র রবির,
সেই হাসি মোনালিসাকেও লজ্জায় রাঙিয়ে দেই
সেই হাসি অথৈ সমুদ্র লহরী, মুহূর্তে ভাসিয়ে নেই।
সেই হাসিতে যেন দিনেই ঝরিলো একগুচ্ছ জোছনা
ধুমপায়ী শুকনো ঠোঁটেও জাগিলো হাসতে একটু বাসনা।
শীতের শুষ্কতায় তুমি হেসেছো কখনো?
মেরিল বা ভেজলিনের সজিবতা ব্যাতিত,
রুক্ষ-দগ্ধ ঠোঁট ছিঁড়ে রক্তাক্ত, আমি তখনো-
তখনো হাসছি তোমার ভেজা ঠোঁটের স্বাদ নিতে বাষ্পিত।
তুমি কেন? কেন এমন লুকোচুরি খেলো ওগো প্রিয়া?
হঠাৎ মেঘলা নভোমণ্ডলে যেন রঙধনু উঠিলো উথলিয়া!
রচনাকাল: ২২।১০।২০১৭ ইং
দৈনিক সাত সকাল, ০৯ এপ্রিল ২০২১ ইং