একটা নিবিড় সম্পর্কের সর্বোত্তম পরিচর্যায়
গড়ে ওঠে বর্ষায় বাঁশের মুল্যবান পারাপার;
গ্রাম্য পরিবেশ, জীবিকার সম্পর্ক নিয়ে
এগিয়ে যায় প্রত্যন্ত মানুষের দুঃখগাঁথা নিত্যদিন।
দূর-দূরন্তের ফসলের মাঠ, হাট-বাজার,
শহর-বন্দরের মাঝে প্রতিনিয়ত একক সাক্ষী
শত সহস্র মানুষের জীবন তাগিদের ভীড়ে
সে এক আলোকবর্তিকার ভূমিকায় ব্যস্ত।
খালের ঘোলা জলস্রোতে দোদুল্যমান ছন্দ
কৃষক-জেলে, শিশু-কিশোর হাঁটে এপার ওপার
বৃদ্ধ-বৃদ্ধা চলে পারাপারে কাঁপে জীবনের নৌকো
একটি অকৃত্রিম সম্পর্কে বেঁচে থাকে সাঁকো।
রচনাকাল: ০৭।০৮।২০২০ ইং
দৈনিক জন্মভূমি, খুলনা, ০৩ অক্টোবর ২০২০ ইং