যেদিন ক্লান্ত হবো
অন্ধকারে নিথর রবো,
যেদিন পাথর হবে দু'চোখ
অন্ধকারে জ্বলবে শুধু শোক
সেদিন আর লিখবো না তোমাকে!
যেদিন শান্ত রবো
আঁছড়ে পড়া ঊর্মি হবো,
যেদিন হবে দেহ শূন্য বায়ু
থাকবে শুধু আত্মা দেশের আয়ু
সেদিন আর লিখবো না তোমাকে!
যেদিন অশ্রু হবো
অনুভূতির সঙ্গে রবো,
যেদিন হবো বেওয়ারিশ লাশ
থাকবে না বুকের হঠাৎ নিঃশ্বাস
সেদিন আর লিখবো না তোমাকে!
রচনাকাল: ৩১।১২।২০১৯ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৩ মে ২০২১ ইং
দৈনিক সংগ্রাম, ১১ জুন ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ, ১৯ জুন ২০২১ ইং