পূর্নাঙ্গ মনুষ্য রুপ,দেহ-মন-প্রাণ-আত্নায়
প্রাণ-আত্না ছাড়া শুধু দেহে কি মানুষ হয়?
ফল-জল-বায়ুতে পুষ্ট হয় রে কলেবর
বৃদ্ধি হয় রে বস্তুগত শরীরের।
আর সাহিত্যে হয় আত্নতুষ্টি
আনন্দ-রস-আত্নপলব্ধি।
বিহঙ্গ ডানা মেলে যায় মুক্ত আকাশে
মুছে যায় আত্নার ভাব, দুঃখ-শোক ফ্যাকাসে।
সাহিত্যেই ঘটে প্রকৃত আত্নদর্শন
ম্লান হয় শত ব্যাথা-যন্ত্রনার বর্ষন;
হতাশা-নিরাশায় পায় অনন্ত প্রেরণা
দিশেহারা পথিক হাতে পায় আলোকবর্তীকা।

সাহিত্য সাহস যোগায় সত্যানুসন্ধানে-
জীবন সম্পর্কে সুক্ষ্ম পর্যবেক্ষণে,
আনন্দ-বেদনা, দ্বন্দ্ব-সংঘাত, উপলব্ধি-অনুভূতি
চাওয়া-পাওয়া, আবেগ-আকুতি।
সাহিত্য বিনে জীবন রুক্ষ মরুর সৃষ্টি
সাহিত্যেই বিকাশ, আত্নার আসল পুষ্টি।

রচনাকাল: ১২।০৫।২০১৭ ইং