এগারোটি মাস পরে, ফিরে এলো মাহে রমজান
খোদার নৈকট্য লাভে ওহে মুসলিম হও আগুয়ান।
মুক্তি ও কল্যাণময় সিয়াম পালনে হও ব্রত
সকল ফেতনা আর মন্দ হতে থাকো বিরত।
তবেই হবে রমজানের সিয়াম পালন
পাবে খোদায়ী মর্যাদার চির আসন।
সিয়াম হলো বিরত থাকা
শুধু নয়তো তা পানাহারে,
বিরত রাখো খারাপ হতে সকল অঙ্গ-প্রতঙ্গ-
হস্ত-চরণ-কর্ণ, নাক-চক্ষু-মুখের অপব্যবহারে।
তবেই হবে প্রকৃত রমজানের সিয়াম পালন
আল্লাহ-তালা দিবেন, নিজহাতে প্রতিদান।
রমজান হলো আত্নশুদ্ধির পবিত্র মাস
মহান মালিকের ভালোবাসার উপহার,
হেলায়-ফেলায় কাটিও না দিবা-নিশি
লুটকরি চলো যত আছে পুণ্যের সমাহার।
যত্নে লালিত আত্মাকে গড়ি পাপমুক্ত ও বিশুদ্ধ
রোজ হাশরে না হই যেনো কাঠগড়ায় অবরুদ্ধ।
রচনাকাল: ১৯।০৫।২০১৭ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল, ২৪ এপ্রিল ২০২১ ইং