তুমি রক্তাক্ত হৃদয়ে সুপ্ত রক্তক্ষরণ
ভালোবাসার চিন্তা মিশ্রিত সমুদ্র।
স্বল্প শান্তি অনুপস্থিত একফোঁটা নির্যাস!
তীব্র ঝড়ে শতবৃক্ষ বা ঘর ভাঙা নয়,
তুমি বিধ্বস্ত মননে এক পৃথিবী আঁধার
প্রলয়কারী বুলবুল-সিডরের প্রতিরূপ।
তুমি প্রেম যমুনার ঘূর্ণিপাক ঊর্মি
সর্বগ্রাসী সাহারার সুপ্ত চোরাবালি!
তবু তুমি এ হৃদয়ের জীবন্ত বাসনা!
তবু তুমি আমার মস্তিষ্কের অভিন্ন অংশ।
রচনাকাল: ১১।১২।২০১৯ ইং
সাপ্তাহিক ফিঙ্গে, ০৪ জানুয়ারি ২০২০ ইং
দৈনিক যায়যায়দিন, ২৫ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক ভোরের দর্পণ, ২৬ ডিসেম্বর ২০২০ ইং