রক্ত দিয়েছি বায়ান্নোতে
রক্ত দিয়েছি ছেষট্টিতে,
রক্ত দিয়েছি ঊনসত্তরে
রক্ত ঢেলেছি একাত্তরে।
রক্ত দেখে পাই না ভয়
রক্ত ঢেলা বাঙালির স্বভাবটায়।

রক্ত দিয়েছি শশ্মান ঘাটে
রক্ত দিয়েছি রাজপথে,
রক্ত দিয়েছি সাগর জলে
রক্ত ঢেলেছি মায়ের বুকে।
রক্ত দেখে পাই না ভয়
রক্ত দিয়ে বাঙালির যুদ্ধ জয়।

রক্ত দিয়েছি রাত্রি ভোরে
রক্ত দিয়েছি ভর দুপুরে,
রক্ত দিয়েছি পদ্মার তীরে
রক্ত ঢেলেছি দেশের তরে।
রক্ত দেখে পাই না ভয়
রক্ত আমার স্বাধীনতায়।

রচনাকাল: ০৯।০৩।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ২২ সেপ্টেম্বর ২০২০ ইং