খুব বেশি সমুদ্র হয়ে যাচ্ছো তুমি দিনকে দিন
বিশাল জলরাশির হাঙর
তোমাকে ছাড়বে না হয়তো।
খুব বেশি উত্তপ্ত সূর্য হয়ে যাচ্ছো তুমি
খরার বিষে চৌত্রের ফাটল
তোমাকে প্রাণশূন্য করবে।

খুব বেশি নারিকেল গাছ হয়ে যাচ্ছো তুমি
বজ্রপাত ও আম্ফানেরা একদিন
হয়তো তোমায় ছাড়বে না কোনমতে।
খুব বেশি দৃষ্টি রোগে আক্রান্ত হচ্ছো তুমি
ছানি রোগ আর লেঞ্চবিহীন অন্ধত্ব
বিকলাঙ্গে পরিণত করবে তোমায়।

খুব বেশি মকাকাশ হতে চাচ্ছো তুমি দিনদিন
বিশাল শূন্যতা আর নীল রঙে বেদনারা
তোমাকে ছাড়বে না এই বললাম।
আজকাল খুব বেশি রাষ্ট্রগ্রাসী হয়ে যাচ্ছো তুমি
বিচার দিবসে তোমাকে দাঁড়াতেই হবে
সেদিন একচুল ছাড় পাবে না মনে রেখো।

রচনাকাল: ২২।০৬।২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৬ জুন ২০২১ ইং
সাপ্তাহিক ডাহুক-কাব্য সমাজ, ২৫ জুলাই ২০২২ ইং