রাষ্ট্র বলে, "আমি শক্তি, আমি আইন,  
আমি শাসন, আমি ধন, সভ্যতার দায়।  
আমি পথে আলো জ্বালি, করি যত বিচার  
নিরাপত্তা রাখি জাগ্রত যতো দিন যায়।  
তোমাদের সুখ-স্বপ্ন রাখি আমি আগলে,  
আমি ছায়া, আমি সাথি সব মন্দকে ঠেকাই।"  

জনতা বলে, "তুমি কি শুধু শাসক?  
আমাদের রক্তেই গড়া তব ভবন।  
আমরা কণা, আমরা মাটি, আমরা নদী
আমাদের রূপ পায় তোমার ঐ সিংহাসন।  
আমাদের ঘামে তুমি পেয়েছো আভিজাত্য,  
হে রাজা আমরাই তোমায় করেছি আপন।"  

রাষ্ট্র বলে, "তোমার কথাই সত্যি
তোমাদের আস্থাতে আমি পাই সম্মান।  
ভুল হলে বলো, আমি করবো সংশোধন
আমার লক্ষ্য তোমাদের অগ্রযাত্রার গান।  
তোমরা সুখী হলে, আলো জ্বলে নীড়ে,
আমার আসন ভরে গৌরবের মান।"  

জনতা বলে, "শুধু কথা নয়, চাই কাজ  
কাটুক আঁধার আসুক এ রাজ্যে সুদিন।  
অন্যায় হলে যেন ভয় হয় তোমার  
মাথা থেকে ঝেড়ে ফেলো আছে যতো ঋণ।  
তোমার অস্তিত্ব আমাদেরই অস্তিত্ব,  
বন্ধনে বেঁধে থাকবো আমরা চিরদিন।"

রচনাকাল: ২৮।০১।২০২৫ ইং