প্রবাস শব্দের অর্থ-
আমার কাছে সাত সমুদ্র জলসম
বিষাদের মৌলিক বেদনার অশ্রু!
প্রবাসীই জানে প্রবাস শব্দের নির্ভুল অর্থ
অবিধানও ইচ্ছে করলে একজন প্রবাসীর কাছে
প্রবাস অশ্রুর বিশ্লেষণ জেনে নিতে পারে সহজে।

প্রবাস শব্দের অর্থ-
আমার কাছে একবার দু'বার নির্দিষ্ট নয়
অসংখ্য বার মৃত্যুর সমান!
বেঁচে বেঁচে যে মরে যায় প্রতিদিন-প্রতিক্ষণ
মৃত্যুর যন্ত্রণা তাকে কী দিবে ভয় বা ক্ষয়?
মৃত্যুর তিক্ত স্বাদ সর্বদা তার জিহবা জুড়ে।

রচনাকাল: ৩১।০৭।২০২১ ইং
শব্দশৈলী সাহিত্য, সেপ্টেম্বর ২০২১ ইং
সাপ্তাহিক দাঁদড়, ২৩ জানুয়ারি ২০২২ ইং