ভালোবাসা এক হৃদয় গাঁথা
দেওয়া নেওয়া হয় মন,
তাকে পেয়ে মুছে যায় শত ব্যাথা
জীবনে এসে যায় নানাক্ষণ।
ভালোবাসা যেন সন্ধ্যা তারা
জ্বলে ওঠে জীবনের প্রদীপ,
আশায় আশায় স্বপ্ন দেখায়
নিয়ে যায় অচেনা স্বপ্নদ্বীপ।
ভালোবাসা সে’তো পূর্নিমা
অন্ধকারে আলোর ফাঁদ,
সকাল বিকাল অথবা সন্ধ্যায়
ধরা পড়ে প্রেমের স্বাদ।
ভালোবাসা এক উড়ন্ত পাখি
ছুঁটে চলে শাখায় শাখায়,
হঠাত থমকে থাকে -
এখানেই বুঝি তাকে পায়।
ভালোবাসা সেতো পরশ মনি
ধন্য হয় মনো-প্রাণ,
আকাশের মতো সুবিশাল
বাতাসে ছড়ায় গোলাপের সুঘ্রাণ।
ভালোবাসা এক বসন্ত কোকিল
পাতার আড়ালে সাজে,
গেয়ে ওঠে প্রেমের গান
শিহরিত হয় প্রেমিকার হৃদয় মাঝে।
পৃথিবীটা যেন ভালোবাসার মেলা
হৃদয় ছোটে আবেগে,
জীবন থাকে তার পিছনে
এটাই তো প্রেমের খেলা।
রচনাকাল: ২৩।০৭।২০১১ ইং
দৈনিক ঘাঘট, ১২ ডিসেম্বর ২০২০ ইং