আঁধার-আলোতে ভাবছি পৃথিবী যাচ্ছে কোথায় চলে
আসছে করুণ দিনগুলো রোজ কাটছে আগুন জলে
পুড়ছে সমাজ বিষের অনলে হিমালয় কেঁপে ওঠে
অবাক পৃথিবী থেকে থেকে হায়! অস্ত্র বারুদ ফোটে।

ভেঙেচূরে সব চূরমার হয়ে পড়ছে ভিষণ রূপে
জমছে ধূলোয় লাশের গন্ধ যাচ্ছে না তাই ধূপে
পৃথিবীর সব মিথ্যে মমতা লেপ্টে শরীর ভাঁজে
জন্ম সকালে বিকেল গড়িয়ে মরছি সবাই সাঁজে।

রক্তের দাগ রক্তই থেকে হচ্ছে না'তা শেষ
অস্ত্রের মুখে মানুষ খুনের মহড়া চলছে বেশ
শান্তি কি সব মানুষে মানুষে যুদ্ধ করেই আসে?
শান্তির নামে পৃথিবী আমার বারুদ বোমায় ভাসে।

মানুষ আমরা বেহুশের মতো চলছি নিত্যদিন
খোদার আরশে ডাকবে যেদিন জমবে কঠিন ঋণ
আছি যতো দিন ধরণীর বুকে চলো না ভাসায় তরী
খোদার নামের জিকির করিয়া অন্তর সদা ভরি।

রচনাকাল: ২৪।০৭।২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, জুলাই ২০২১ ইং