ঘুমিয়ে গেছে পৃথিবী, কাল সকালে উঠবে তাই
পৃথিবী ঘুমিয়ে গেছে সত্যি এখন অনেক রাত।
আচ্ছন্ন গভীর ঘুমে শহরের লক্ষাধিক দ্বার
মন্ত্রীর বাড়ির নিচে টুলটায় বসে দারোয়ান,
পাচিলের বিপরীতে কত-কত পাগল শুয়ে
কুকুরের দলবল- ঘুমন্ত শহর, অলিগলি।

ঘুমিয়ে গেছে পৃথিবী, কাল সকালে উঠবে তাই
জীবন জুয়াড়ী জীব জেগে আছে অভাগার দল,
ওরা যেন চিরঋণী জন্ম থেকে চিরকাল ঋণী
ওদের হাত অনন্তকাল সভ্যতা নির্মাণে ব্যস্ত।
ওরা নির্মাণ শ্রমিক, ওদের নিস্তার নেই ঘাড়
প্রতিটি নতুন ভোর গড়বে- তারই অঙ্গিকার।

শেষ নেই আধুনিক-আধুনিক খেলার আনন্দ
শেষ হবে না নিশ্চয় মহাপ্রলয় আসা অবধি।
রক্তাক্ত ঘামের দামে কিনে আনে নতুন সকাল
অজস্র বছর ধরে নব-নব সভ্যতা কুড়ায়
পৃথিবী পুননির্মাণ তাদেরই হাতের কড়ায়,
ওরাই আজ লাঞ্চিত, পাওনা-অধিকার বঞ্চিত।

সত্যিই, পৃথিবী ঘুমিয়ে গেছে আলো-আলো অন্ধকারে।
কেউ গড়ে তোলে পৃথ্বী, আর কেউ মেতে ওঠে ধ্বংসে
অসংখ্য কোটি ডলার নিমেষেই ছাই করে বোমা,
মৃত্যু হয় সভ্যতার, জ্বলে যায় অজস্র মানুষ-
ঘর-বাড়ি, উপাসনালয়, শুধু গালি দিয়ে যায়-
পৃথিবীর দৃশ্যত নির্মাণে যারা রক্ত ঢেলে দেয়।

রচনাকাল: ০২।০৫।২০১৯ ইং
দৈনিক ভোরের দর্পণ, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং
দৈনিক সাতঘরিয়া, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং