জন্ম তোমার ইবলিশি ব্রিটিশ ভারতে
অতঃপর এক নাপাকি দাজ্জালের হাতে,
তবুও শয়তানের খোড়া কবর ছেঁদিয়া
জাহান্নামের বিবর্ণ আঁধার নাশিয়া
ঊদিত হইলে তুমি সূর্য বেশে
বাংলার প্রশস্তময় পূর্বাকাশে।

সাহিত্য'রা লুকোচুরি ভাব ছেড়ে
কাব্য'রা দিগ-দিগন্ত এসে তেড়ে,
লুটিয়ে পড়িল শ্রদ্ধায় তোমার চরণ চুম্বনে।
নিনাদ তুলে গর্জে উঠিল লোক-লোকান্তর,
সোনালী কাবিন, কালের কলস হয়ে
তোমারই চিরতারুণ্যের পদতলে।

হে মহাকবি, তোমায় করেছি স্মরণ
মোর কাব্যনীড়ে জ্বালিয়ে আত্নদহন।
তুমি সাহিত্যের পথ প্রদর্শক
তুমি সাহিত্য ধারক,
কাব্যময় বাংলা জুড়ে তুমি চির অমর চিরতরুণ
তোমাতেই করেছি রঙিন ভূবনে কঠিণ বিচরণ।

(কবি- আল মাহমুদ স্মরণে উৎসর্গিত)
রচনাকাল: ১১।০৭।২০১৭ ইং