ভালোবাসা আর প্রেম মানে কী
নেই'তো জানার আশা,
এইটুকু শুধু বলতে পারি
দুটি মন কাছে আসা।

ভালোবাসা আর প্রেম মানে কী
পারবো না সেটা বলতে
হয়তো বা হতে পারে
জীবনের কিছুটা জ্বলতে।

ভালোবাসা আর প্রেম মানে কী
বুঝিনা সোজা কি বাঁকা,
চিরদিন তুমি থাকবে বন্ধু
আমার হৃদয়ে আঁকা।

ভালোবাসা আর প্রেম মানে কী
পারবো না তা বলতে,
এঁকেছি হৃদয়ে তোমায়
পারবে না কেউ কাড়তে।

ভালোবাসা আর প্রেম মানে কী
জানি না আমি কিছু,
দিবা-নিশি শুধু তুমি
তুমি জীবনের অনেক কিছু।

ভালোবাসা আর প্রেম মানে কী
পারবো না তা বলতে,
তুমি বিনা শূন্য কায়া
চাইনা নীলিমায় উড়তে।

ভালোবাসা আর প্রেম মানে কী
কোক না তাহা যেমনি,
তুমি সন্ধ্যা, তুমি ভোর
তুমি হৃদয়ের পরশমনি।

ভালোবাসা আর প্রেম মানে কী
নেইতো জানার প্রয়োজন,
থেকো শুধু তুমি বন্ধু
আপন হয়ে আজীবন।


রচনাকাল: ১৫।০৬।২০০৯ ইং
দৈনিক ঘাঘট, ০৭ নভেম্বর ২০২০ ইং