আমি আজ সংকিত, বিদির্ণ মুখ
ভীত সন্ত্রস্ত, কপাল কুচকানো চোখ।
হায় হায় এ-কি হলো মেয়ে তোমার?
পৃথিবীর আবর্তনে
কালের বিবর্তনে
তোমার পরিবর্তন,
সঞ্চিত হৃদয়ে ভালবাসার অসম্ভব পরিবর্তন।
      
রচনাকাল: ০৮।১১।২০১৬ ইং
দৈনিক সংগ্রাম, ২৩ অক্টোবর ২০২০ ইং