চর্তুদিকের ভালো মানুষগুলোকে জিজ্ঞেস করো
আমার এখনও কোন পেশা হয়নি, আমি বেকার!
সবাই একই কথা বলবে কিন্তু
জিজ্ঞেস করো ওদের আমার একটি নেশা আছে
কলম ঘুরানো নেশা,
লেখা আমার পেশা নয় নেশা
এটা আমার রক্তকণিকায় মিশে
হৃদয় ও মস্তিষ্ক ছুঁয়ে গেছে।
না লিখলে ঘুম হয় না
না লিখলে খাওয়া হয় না
না লিখলে আমি মানুষ থাকি না,
একদমই ভালোবাসতে ইচ্ছে হয় না
না লিখলে নির্ঘুম কাতর প্রিয়াকেও চুমু দেয়া হয় না!

আমি লিখি অন্যায়ের বিপক্ষে, শোষনের বিপক্ষে,
জুলুমের বিপক্ষে, সন্ত্রাস, জঙ্গীবাদ ও চাঁদাবাজের বিপক্ষে,
হত্যা, গুম ও পাচারের বিপক্ষে,
সকল মিথ্যা, অপ্রেমির বিপক্ষে,
বিভেদকারীর বিপক্ষে, দেশদ্রোহীর বিপক্ষে,
দু'পেয়ে মুখোস আবৃত শকুনের বিপক্ষে
আমার কলম চলে আলোর ক্ষীপ্রতায়,
বর্জ্রের কঠিণ তীক্ষ্ণতায়।

এখন আমি লিখবো নেশা নয়, পেশার বিপক্ষে
কলম ধরে ঘুরাতে না জানা পেশাদারীত্বের বিপক্ষে,
বেশ্যার চেয়েও জঘণ্য ব্যক্তির বিরুদ্ধে
লেখাকে যারা পেশা বানিয়েছে।
লেখাকে নেশা বানালে হয়তো নিজেই লিখতে,
শুধু লিখতে, ঠিক লেখকের মতোই লিখতে
অন্যের লেখা নিজ নামের বই কিম্বা টাইমলাইনে ছাপতে না
কখনও না, আজরাঈল গলা ধরলেও না।
তোমরা নিকৃষ্ট,পাপীষ্ঠ--
বেশ্যার চিৎ হয়ে শয্যাগত হওয়ার থেকেও!
ওদের তো বেশ্যাগিরি করাটা পেশা কিন্তু-
কোন কারণে ওরা মানুষ,পরিবেশ দ্বারা বাধ্য হয়!
আর তোমরা নিজেই নিজেকে বাধ্য করো নির্লজ্জের মতো।

রচনাকাল: ১৭।১১।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৪ ফেব্রুয়ারি ২০২১ ইং