এক পাহাড় হয়ে দাঁড়িয়ে আছি অটল
দাঁড়িয়ে আছি, থাকব এভাবে চিরকাল,
পাহাড়ের বুক ভরা সুখের জল নেই
পাহাড়ের কোন বয়ে চলা নেই।
আছে শুধুই অনির্ণীত অপেক্ষা!
আছে শুধু ঝরনা ধারায় কান্না!
কেঁদে কেঁদে অন্যকে মধুজলে ভিজানো
কেঁদে কেঁদে নদীর যৌবন রাঙানো।
নদী তুমি বড় ভাগ্যবতী
তোমার বহুরুপ আছে
তোমার বয়ে চলা আছে
রঙ ছড়ানো উর্মি দোলানো ঢং আছে।
ছুটে চলো নিষেধহীন নীলের খোঁজে-
নীল সাগরের অথৈ জলে, যাবেই তো
পাহাড়ের তো অসীমতা নেই!
পাহাড়ের ঝিনুক মুক্তা নেই!
এক পাহাড়ের আছে অনেক কিছু
যেটা তোমাকে একবিন্দু টানে না পিছু,
পাহাড়ের আছে চাপাকান্না
বুকভরা উষ্ণ ভালোভাসা।
আছে গরিবী গুল্ন-লতা বৃক্ষরস
আছে খোলা প্রান্তরে সবিশ্বাস,
যেটা তুমি কখনও দ্যাখো না
কেননা ওটা প্রয়োজন মনে করো না।
আজকাল সাগরে জল খুব কম হয়ে গেছে
তোমার যা আছে দিয়ে পূর্ন করো তাকে,
পাহাড় চূড়ায় নদী কখনও মিলবে না
কখনও পাহাড় নদীর আলিঙ্গন হবে না।
তুমি নদী, সমুদ্রের সাথে করো বেহিসেবি চুম্বন
পাহাড় না হয় ঠাঁয় দাঁড়িয়ে করবে নীরব দর্শন!
আমি আর আকাশ মিলে এক হবো
অহর্নিশ কেঁদে যাবো দু'জনে,
গলা জড়িয়ে সখ্যতা বাড়াবো।
রচনাকাল: ১২।০৪।২০১৭ ইং
প্রকাশ: দৈনিক ঘাঘট, ০৩ জানুয়ারি ২০২১ ইং