অসুস্থতা তীব্র থেকে আজ তীব্রতর
অসুস্থতা রুপ নিয়েছে এক চরম আকার,
পরিবার, সমাজ, রাষ্ট্র বা সম্প্রদায়
অসুস্থতায় মিশে আছে সদা সর্বদায়।
ব্যক্তির চিন্তা চেতনা মননে
মস্তিষ্কে ব্যক্ত অব্যক্ত প্রতিটি স্মরণে।
সমাজ সম্প্রদায়ের রন্ধ্রে-রন্ধ্রে, শিরায়-শিরায়
পরিবারবর্গের ঘরে-ঘরে, বারান্দায়-বারান্দায়,
শিকড় থেকে শাখা-প্রশাখা পাতায় পাতায়-
আষ্টে-পৃষ্ঠে ঘিরে রেখেছে চরম অসুস্থতায়।
পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে
পৃথিবীর জল, স্থল, সর্বময় উঠোনে
দখলবাজ, যুদ্ধবাজ, দূর্নীতির আকড়া
চতুর্দিক ক্ষমতা প্রদর্শন, মিসাইলের মহড়া।
ধ্বংসের পথিক পৃথিবী নামক গ্রহটা
ঝাপটে ধরেছে আজ মরণ অসুস্থতা।
রচনাকাল: ১৪।০৩।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২০ সেপ্টেম্বর ২০২০ ইং