দিনকে দিন বদলে যাচ্ছে সময়
বদলে যাচ্ছে এই ধরিত্রী;
বদলে যাচ্ছে গোটা সমাজ
বদলে যাচ্ছে মানুষের সাজ-সজ্জা নিত্য
জানি না একথা কতটুকু সত্য।
তবে বদলে যাচ্ছে নারীর মন
নারীর হাটা-চলা, আচারণ।
পোশাকের বাহারি রং
ডিজাইন আর তার ঢং।
বদলে যাচ্ছে সবচেয়ে দামি জিনিস
নারী হৃদয়ের ভালোবাসা।
ভালোবাসা আজ তো সেখানে
যেখানে আছে দুই-চারটে গাড়ি
সুন্দর কারুখচিত পাঁচতলা বাড়ি;
যেখানে আছে লক্ষ টাকার চাকুরি
নয়তো আছে জমিদারি ভূমি।
পার্থিব সম্পত্তির দেয়ালে নিহিত-
আজ নারী হৃদয়ের ভালোবাসা।
ভালোবাসা যেন এক অমুল্য পন্য
যা শুধুমাত্র ধনীর দুলালের জন্য।
এ ধরায় পার্থিব সম্পত্তি যাদের নেই
জীবন হয় তাদের কালস্রোতের ঢেউ
হয় বিদগ্ধ, ক্ষত-বিক্ষত;
নিরবে ঝরে পড়া শুকনো পাতার মত,
তন্দ্রা না আসা চোখের কোনে ঝরে-
ফোটায় ফোটায় জল, যেমনি জল ঝরে
নিরবে শীতের শীতল প্রতিটি ভোরে।
জীবনের অপার্থিব সম্পত্তি-
স্নেহ মায়া-মমতা
বুকের গহীনে লুকানো গভীর ভালোবাসা
আজকাল নারীর এসব কিছুই চাই না
যদি না থাকে টাকা।
এই অবলা চাই শুধু টাকা
অর্থই যেন সকল সুখের বাসা,
আজ পুরুষ মুখ্য নয়-
অর্থই নারীর ভালোবাসা।
রচনাকাল: ২৫।০৮।২০১২ ইং
দৈনিক ঘাঘট, ২৭ নভেম্বর ২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৩ মে ২০২২ ইং