ভালো যখন বাসোনি একটুও
ধরে নিয়েছি অভিনয় তোমার পেশার মতই পাক্কা
জীবন মৃত্যুর রোষানলে পুড়ে হৃদয় দগ্ধ লালছাই
চোখের কোনে রক্তলাল, জল নেই একবিন্দুও।
আমার বাহ্যিক কান্না নেই,
আমি পুরুষের কান্না তো কবিতা!
একটা অনুরোধ বুকের ওড়নাটা ধার দিও
তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো!
এ বুকের উত্তপ্ত লাল ছাইগুলো নিভাবো
স্বযত্নে কবিতায় ভিজিয়ে রাখবো!
নিঃশব্দ জলের ফোঁটাগুলো বেঁধে দেবো
দূর নীলিমায় মেঘপুঞ্জের আবেশে।
রচনাকাল: ২৬.০৬.২০১৭ ইং