টিনের চালে বৃষ্টি নামিছে অঝর
বাজিছে ঝমঝম অবিরত ধ্বনি,
নিদ নেই একটুও দুটি আঁখি পাতে
দেখেছি যখন হতে তব মুখখানি।

আধুনিকা তুমি করোনি ভ্রু'ফিলাপ
চোখে নেই কৃত্রিম কাজলকালি,
অপলক তাকিয়ে ভাসা ভাসা দৃষ্টি
বারবার দেখি আর ইচ্ছে করেই জ্বলি।

দাওনি দামী কোনো লিপগ্লোস
তবুও নরম কমলা রাঙা সে ঠোঁট,
কী করে বোঝায় প্রিয়া তোমায়
হৃদপিণ্ডে লেগেছে বেজায় চোঁট।

শতশোভা ভরা অপরূপা তুমি
কেড়েছো সহজে কবির মন,
কী'যে করি হায়, প্রাণ জ্বলে যায়
এ বর্ষাতেও আনিলে তরতাজা ফাগুন।

রচনাকাল: ১২।০৭।২০১৭ ইং