হে বঙ্গের কবি, বাংলাদেশের কবি!
এঁকে যাও তোমরা বাংলার যত ছবি,
নিষেধ নেই লিখে যাও ধীরে দুহাতে
শুধু লিখে যাও, আপত্তি নেই তাতে।
তোমাদের কাছে আমার এই আকুতি
যত আছে অবৈধ অনৈতিক দূর্নীতি,
লেখাতে উঠিও ঝড় তার বিরুদ্ধে
যত অন্যায় অবিচারের ঊর্ধ্বে।
এতিম দুঃখী সর্বহারাদের সাথে
তোমাদের কলম যেন সদাই কাঁদে,
প্রতিবাদে বিদ্রোহী হইও শোষনের-
শিশু পাচার সুদ ঘুষ বেনিয়মের।
তোমাদের কলম যেন গর্জে ওঠে
জুলুমকারী বর্বর শাসকের পরে,
বেঈমান অর্থ লুটেরার দুই হাত-
রুদ্ধ করতে, পালাবার সমস্ত পথ।
কলম চালাবে যুগ হতে যুগান্তর,
দেশান্তর,কাল হতে কালান্তর;
উথান করতে মহাসত্যের প্রকাশ
যদিও হয় তাতে আপনার বিনাশ।
রচনাকাল: ০৪।০৫।২০১৭ ইং
দৈনিক জন্মভূমি, ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং