কিছু বলার ছিলো,
অনেক কিছু! তবুও সেটা বলতে পারিনে
কিভাবে বলবো আছি'তো কণ্ঠরুদ্ধ জমিনে!
কিছু করার ছিলো,
অনেক কিছু! করার আগেই মরতে মরতে
মরেই গেলাম, মা তোর উঠোনের পরে ঝরতে।
কিছু দেওয়ার ছিলো,
বর্ণমালা, মানচিত্র, লাল সবুজের আদলে
ভেবেছি প্রাণটাই মুড়ে দেবো তোর আঁচলে।
কিছু ভোলার ছিলো,
অনেক কিছু! তবুও কিছুই ভুলতে পারিনে
প্রতিকূল স্রোতে হৃদয় ভাসে অসহ্য কারণে।
কিছু বলার ছিলো,
অনেক কিছুই কণ্ঠদেশে জমা, যা হতো অশ্লীল
অত্যাচারী তোমরা, ধ্বংস হোক ক্ষমতার মঞ্জিল।
রচনাকাল: ০৬।০২।২০১৯ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ০৭ নভেম্বর ২০২০ ইং