ওগো সুশ্রী মেয়ে তোমার সাথে বললে কথা
হারিয়ে যায় কষ্টগুলো মনের যতো ব্যথা,
ওগো সুশ্রী চাঁদের মত বদন-খানি আঁকা
মাঁয়ায় ভরা আঁখি কাজল, যায়না ওগো থাকা।
ওগো সুশ্রী তোমায় ভেবে মনের মাঝে খুশি
যতন করে স্মৃতিগুলো আগলে ধরে পুষি,
ভালো লাগে হাসির রসে তোমার কথা-মালা
এক নিমেষে মিটিয়ে দাও প্রেমের অগ্নিজ্বালা।
গোলাপ রাঙা তোমার ঠোঁটে ফুলের সুবাস ঝরে
ছুঁয়ে দেয়ার ইচ্ছাতে হায়! মনটা কেমন করে।
রচনাকাল: ০৫।০১।২০২০ ইং