হে সারা জাহানের বিশ্বপতি,
শুধু তোমারই কাছে অধমের মিনতি-
তুমি- সুখ শান্তিতে ভরে দাও
যত অশান্তি ক্লান্তি উঠিয়ে নাও,
এ বাংলাকে চির পবিত্র করো
সকল অরাতির স্থানচ্যুতি করো।
তুমি-
বাংলাদেশের নভোমণ্ডলকে করো মেঘ মুক্ত
ষোল কোটি প্রাণ কখনো রেখো না অভুক্ত,
প্রকৃতিকে আরো সবুজ সুদর্শন করে দাও
শত শত কল্লোলিনীর নাব্যতা এনে দাও।
হে মহা বিশ্বের বিশ্বপতি,
শুধু তোমারই কাছে অধমের মিনতি-
তুমি- আমাদের বৈধ অন্ন যোগাও
নিষিদ্ধতা থেকে সকলকে বাঁচাও,
এই বাংলায় সন্ত্রাস, জঙ্গীমুক্ত করে দাও
তোমার বিধান, তোমার নিশান উড়িয়ে দাও।
তুমি-
আমার দেশের মৃত্তিকা করে দাও উর্বর
সীমাহীন ফুল ফল শস্যক্ষেত করো ভরপুর,
পূর্ন করো সোনার বাংলা সৃষ্টির অভিপ্রায়
শত্রু মুক্ত রাখো আমাদের দুর্গম সীমানায়।
হে বিশ্বজগতের জগৎপতি,
শুধু তোমারই কাছে অধমের মিনতি-
তুমি- ফিরিয়ে দাও বাঙালীর ঐশ্বর্য সম্মান বীরত্ব
মিটিয়ে দাও ভায়ে ভায়ে দ্বন্দ্ব ও দূরত্ব,
প্রতিষ্ঠিত করো অহিংস রাজনীতি ও গনতন্ত্র
শিখিয়ে দাও ভালোবেসে জয় করার মূলমন্ত্র।
তুমি-
ভেঙে দাও অশিক্ষা দারিদ্র্যের অসহ্য বাঁধন
দূর করো নিম্ন ও মধ্যবিত্তের আজন্ম ক্রন্দন,
এক টুকরো স্বর্গ এনে দাও এই বাংলায়
পাল্টে যাক পৃথিবী, আমাদের ধারণায়।
রচনাকাল: ২২।০৪।২০১৭ ইং
দৈনিক ফুলকি, ০৩ মে ২০২১ ইং