আমি ছিলাম আকাশের আলো
অসংখ্য রাতের নিরব সাক্ষী।
জ্বলে উঠেছিলাম মিলিয়ন বছর আগে,
আজ নিভে যেতে বসেছি।
পৃথিবী থেকে দেখবে না কেউ
তবু আমি আজও আছি,
হয়তো কয়েক হাজার আলোকবর্ষ দূরে
শুধু আমার শেষ আলো তোমার চোখে আসেনি।
আমি একা হারিয়ে যাই মহাবিশ্বের অন্ধকারে
ধীরে ধীরে মিশে যাই শূন্যতায়,
তবু এক মুহূর্ত ছিলাম আলো হয়ে
একটা নামহীন গল্পের মতো।
যারা তাকিয়ে ছিলো আমার দিকে
তারা কি টের পেয়েছো বিদায়?
না কি আমি শুধু এক ক্ষণিক বিভ্রম,
যার অস্তিত্বের কোনো মানে নেই?
রচনাকাল: ১৩।০২।২০২৫ ইং