এই নগরীর পথে আজও হেঁটে চলে আঁধার
জ্বলে না আলো—কেবলই ঘুমন্ত মানুষের আর্তনাদ।  
কোথাও বাতাসে বেদনার ঘ্রাণ,  
কোথাও বেঁচে থাকার নীরব বিদ্রোহের গান।  

ফ্লাইওভারের নিচে জমে থাকা অন্ধকারে  
স্বপ্নেরা ঘুমায়, ভাঙা কংক্রিটের কোলে।  
গৃহহীন শিশুর চোখে ভেসে ওঠে জোনাকির আলো,  
যেন এই দুনিয়ার শেষ নক্ষত্রগুলো।  

রাতের আকাশেও ম্লান আজ তারাদের কণ্ঠস্বর
মুঠোফোনের স্ক্রিনে লুকিয়ে থাকে মানুষের প্রহর।  
এই যান্ত্রিকতায় হারিয়ে যায় নদীর স্রোত,  
জীবনের গল্প যেন ভাঙা ট্রাফিক লাইটের মতো।  

তবু কোথাও একলা দাঁড়িয়ে থাকে  
একজন—কবি কিংবা পথিক,
তার চোখে ঝরে পড়ে স্বপ্নের মরীচিকা
তার কলমে উঠে আসে অজানা ইতিহাস।  

এই নগরীর রাত একদিন নতুন গান গাইবে
যেখানে যন্ত্রের মাঝে বাঁচবে মানুষ।  
চন্দ্রবিন্দুতে লেখা হবে সবুজের ভাষা,  
আর আকাশে উড়বে এক নীল পাখি।  

রচনাকাল: ২১।১২।২০২৪ ইং