নগ্ন করবোই, যতই না বলিস-- তোর শরীর
যেমন নদীজলের নগ্ন শরীর কাঁপে দীপ্ততায় রবির।
নগ্ন করবোই যতই বাঁধা দিস
নগ্ন করবোই যতই ধাক্কা দিস,
নগ্ন করবোই যদিও বিছানা ছেড়ে দূরে পালাস
নগ্ন করবোই বহুরূপী তোরা যতই সুগন্ধি বিলাস।

নগ্ন শুধু নয়-- কাপড়কেই অনাবৃত করা
কোন চেষ্টায় তোমাদের হবে না সমাদৃত।
চামড়াকেও ভেদ করে ভিতরটাও খুলবো
যতক্ষণ না, বেরিয়ে আসে গুপ্ত মাংসপিণ্ড
যতক্ষণ না, মানুষ জানে তোরা শয়তান ভণ্ড
তোদের প্রকৃত টুটি ধরেই তবে মুখোশ ছিঁড়বো।

নগ্ন করবোই--
যতক্ষণ না, বেরিয়ে আসে সত্য
যতক্ষণ না, প্রকাশ পায় নগ্ন নৃত্য
যতক্ষণ না, বেরিয়ে আসে কী চায় তোদের নষ্ট হৃদয়
যতক্ষণ না, জানতে পারে অসহায় মানুষগুলো
তোরা কতটা স্বৈরাচার, কতটা ঘৃর্ণিত নির্দয়।

নগ্ন করবোই--
দু-একবার যদিও দিতে হয় এ জীবন
যদিও এই বাংলায় রক্তে বহে শ্রাবণ।

রচনাকাল: ১৬।০২।২০২০ ইং
মেহেরপুর প্রতিদিন, ১৯ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক আজকের খবর, ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং
দৈনিক সাতঘরিয়া, ১০ সেপ্টেম্বর ২০২২ ইং