প্রতিটি সাধারণের মাঝেই-
সর্বদা সুপ্ত অসাধারণ সব মহত্ত্ব।
প্রতিটি শ্রমিকের ভিতরে লুকায়িত
সভ্যতার আধুনিক বিনির্মাণ।
প্রতিটি কৃষকের মনে পরম যত্নে বোনা
স্বপ্নের মত নতুন জাতের ফসল,
প্রতিটি শিল্পীর হৃদয়ে গাঁথা
অসম্ভবের রং তুলির আঁচড়।
প্রতিটি ডাক্তারের হাতে বন্দি
ধুক ধুক করে চলা কত’যে জীবন!
প্রতিটি নিষ্ঠুর শহরে রয়েছে জীবিকা
কারো সুখের একমাত্র আবাস।
প্রতিটি দুঃসময়ের মধ্যেই নিহিত
কোন না কোন সুসমৃদ্ধ মুহূর্ত;
প্রতিটি আঁধার রাত্রির আকাশে বিদ্যমান
কোন এক কোণে আনন্দের শুকতারা।
প্রতিটি সাহারার বুকেও রয়েছে
স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার মত প্রাণ,
প্রতিটি নব্য কবির ভাষাতেও লুকায়িত
নান্দনিক সুর ছন্দের মাত্রা।
প্রতিটি নবীণের মধ্যেও ডুবে আছে
প্রবীণ হবার মত যোগ্যতা।
তবে, কেন এত অবহেলা?
কেন এতটা মুখ ফেরানো?
কেন এত স্থানের অভাব নবীণের?
সব ক্ষেত্রেই তো দেখি নতুনের জয়জয়কার
শুধু নবীণ লেখক-কবির বেলায় কেন নয়?

রচনাকাল: ২১।০৫।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২২ জানুয়ারি ২০২১ ইং