দেখতে দেখতে অতঃপর তোকে ভাবতে ভাবতে
কখনো-সখনো তোর সাথে কথা বলতে বলতে,
কখন যে ঠান্ডা ছাইয়ে-
নিভে যাওয়া কয়লায়-
একটু একটু করে করে-
আগুনের লাল লাল ফুলকিরা জ্বলতে জ্বলতে
ভালোবাসার আগুন দুপ করেই জ্বলে উঠলো।
শুকনো বৃক্ষের মূল সালোকসংশ্লেষন করতে করতে
সেখান থেকে কখন যেন অঙ্কুরোদগম হতে হতে
ভালোবাসার চারাগাছ মাথা তুলে উপরে উঠলো।
তা বুঝতেই পারিনি,
নাকি বুঝতে চাইনি,
নাকি বুঝতে দিসনি,
সেও বোধগম্য হয়নি।
তবে চল ভালোবাসি, চুম্বন আঁকি দু'গালে
আগুন লাগুক মনে, লক্ষ্মী ঘরের দু'চালে।
রচনাকাল: ০৬।০২।২০১৯ ইং
শব্দের ভেলা- আসাম, ২১ ডিসেম্বর ২০২০ ইং
এসবুক ম্যাগাজিন, ১১ অক্টোবর ২০২১ ইং