টেবিলের উপর নিভু নিভু মোমবাতি
দূরে আবছা দৃশ্যমান জোনাকির আলোকরশ্মি।
আঙুলের ফাঁকে কালো কালির রঙিন বলপেন
নিউজপ্রিন্ট কাগজে বিক্ষিপ্ত শব্দদের অনশন!
অর্থবোধক হয়ে উঠছে না কোন কিছুই
অনুভবে তোমার এলোকেশের গন্ধময় নিঃশ্বাস,
অক্সিজেনের বিপরীতে ফুসফুসে আঘাত হানছে
বামহাতে ছাই হতে থাকা সিগারেটের গুচ্ছধোঁয়া।
তোমার মিথ্যে প্রেমের মহাসত্য প্রস্থানে
চিরতরে নিঃশেষ করে চলেছে জীবন ও যৌবন।
ব্যর্থ প্রেমের কাব্য রচনা করতে বসেছিলাম
মনে হচ্ছে সেটাও নিঃশেষ হওয়ার মুহূর্ত,
মোমবাতির স্থায়ীত্বে মিশে গেলো জীবনজ্যোতি
জ্বলবে আর কত পাঁচ, দশ সর্বোচ্চ ত্রিশ মিনিট
আমার মত একদিনের কবির পক্ষে কি সম্ভব-
এতো স্বল্প সময়ে এতো বড় ব্যর্থতা কাব্যিক করে তোলা?
না না! কিছুতেই সম্ভব না!
তাইতো বিক্ষিপ্তভাবে একটি শব্দই রেখে গেলাম
শুধু একটিই শব্দ!
নিরর্থক!
বুঝে নিও আমার আগামীর প্রজন্ম হতে প্রজন্মান্তর
প্রেম হাসায়, কাঁদায়, যা ইচ্ছে তাই করে
প্রেমের নির্দিষ্ট শুদ্ধ কোনো অর্থ হয় না
প্রেম নিরর্থক!
রচনাকাল: ১২।১০।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ১৬ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ- ভারত, ৩০ মার্চ ২০২১ ইং