বারোডিগ্রি তাপে হিম হয়ে আসা
শরীরের অলিগলি মৃতপ্রায়
জমে যাচ্ছিলো আইস ফ্লেবারে।
হঠাৎ অনলাইনে তোমার কল
ফুটে উঠলো একটু হাসি
শুষ্ক কাঠফাটা ঠোঁট ও মননে।
কথা হলো কিছু উত্তম, কিছু মধ্যম
কিছুটা অডিও, কিছুটা সময় ভিডিও
কিছু কথার প্রতিধ্বনি তেতাল্লিশডিগ্রি তাপ।
কম্বলের চেয়ে তীব্র উপকারী তাপে
যেন শরীরের প্রতিটি রোমকূপ
পৌছে দিলো উষ্মতার শীর্ষে।
কী নাম দেবো? এটাকে তুমি কী বলবে?
ক্ষণিক আবেগ উচ্ছ্বাসের প্রকাশ
নাকি কম্বলীয় বিশুদ্ধ পরকীয়া?

রচনাকাল: ২৭।১২।২০২০ ইং
দৈনিক ঊষার বাণী, ২৫ নভেম্বর ২০২১ ইং
দৈনিক ভোরের কাগজ, ২৯ নভেম্বর ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ২৫ ফেব্রুয়ারি ২০২২ ইং