গলাগলি জড়াজড়ি ঠোঁটে চুমু
চলবে যে কত কাল,
প্রেমিক-প্রেমিকা, মালেকা ছালেখা
আজ বড় নাজেহাল।
সময় এসেছে পাল্টে যাওয়ার
সত্যপথ দরকার,
সময় এসেছে মুক্তি পাবার
ছেড়ে ভণ্ড দরবার।
বুকের খাঁচায় বিদ্রোহ জমে
স্বপ্ন ভেঙে চূর্ণ,
বাংলাদেশ তুই ভালোবাসা দিস
আমায় করিস পূর্ণ।
রচনাকাল: ১৭।১২।২০১৮ ইং
দৈনিক ফুলকি, ২১ সেপ্টেম্বর ২০২০ ইং