আচ্ছা, ছোট্ট পাখি মায়ের কোল ছেড়ে
দিগন্তহীন মুক্ত আকাশে মুক্ত হয়ে ডানা মেলবে
এটা কি বড়ই দোষের?
চড়ুই পাখির মত অট্টলিকার ভেন্টিলেটরে
পরবাসিনী না হয়ে নিজের একটা আশ্রয় খোঁজা
এটা কি বড়ই দোষের?
স্বাধীনতা!
এই শব্দটাকে কাশ্মীরবাসি তার বুকে কয়েক যুগ
আগে থেকেই প্রতিপালন করে আসছে
এটাই কি তাদের অপরাধ?
ওরা হিন্দু না মুসলিম এটা নিয়ে এতো লাফালাফি কেন? এটা কোন ইসু নয়।
কিছুক্ষনের জন্য বিবেকের বোতামটা
ছুড়ে ফেলে দেখ ওরা মানুষ
ওদের যদি মানুষ বলতে খুব কষ্ট হয়
তাহলে ঠিক ধরেছো ওরা সভ্যমানুষ হতে চাই
এটা কেন অপরাধ হবে?
কেউ যদি একসাথে অন্যের প্লেটে না খেয়ে
নিজেই নিজের প্লেট সাজাতে চাই
সেটা কেন অপরাধ হবে?
ওরাতো হিন্দুও হতে চায় না, মুসলিমও না
ওরা চাই নিজেস্ব একটা আশ্রয়,
ওরাতো কারো পায়ের তলার মাটি হতে চায় না
ওরা চায় পায়ের নিচের মাটিকে শক্ত করতে,
এটাও কি দোষের?
কেউ শরীরের উপর বিষাক্ত বুটের পাড়া দিলে
ছিটকে ফেলে দেওয়া অপরাধ নয়।
যদি অপরাধ হয়,
তাহলে সেদিন মহাপরাধ করেছে সহস্র শহিদ
ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে,
সমগ্র ভারতবর্ষকে স্বাধীন করে।
দোষারোপ নয়, যুদ্ধ নয়, মুক্ত করো ওদের।
রচনাকাল: ২০।১০।২০১৬ ইং