স্মৃতির বিচরণে বুক জুড়ে আজ
চাপা কান্নার ঢল,
কী হবে আর আস্ফলন বাড়িয়ে?
দুচোখে ঝরিয়ে জল!

ক্ষণকাল উঁইপোকার মত বেঁচে থাকা
মিছে এ বিশ্বমুলুকে,
মোহ, মায়ায় পড়ে ভেবো না পেয়েছি সব
আছি তো বেশ দিব্যলোকে।

যাকেই করবে আপনের চেয়ে আপন
বিশ্বাসের মোড়কে মুড়ে,
হোক সে দরদি, অথবা প্রেমময়ী সাথী
নিঃশ্বাসের ন্যয় যাবেই উড়ে;
সব আশা, ভালোবাসা মিথ্যে করে
সহসায় বিশ্বাস ছুঁড়ে।

রচনাকাল: ১৭।০৮।২০১৭ ইং
দৈনিক জন্মভূমি, খুলনা, ১২ সেপ্টেম্বর ২০২০ ইং