বিশ্বাসের সব পথ আজ রুদ্ধ
খুঁজে খুঁজে চেষ্টা শুধু বৃথায়,
এই পৃথিবী নামক জাহান্নাম হতে
বিশ্বাস সে'তো নিয়েছে আগেই বিদায়।
মানবতা যেখানে চরম সংকট
বিশ্বাসের মাত্রা একেবারে শূন্য,
নরকে আবার মানবের বসবাস?
কিলবিল করছে শুধু জানোয়ার বন্য।
কাউকেই আর করছি না বিশ্বাস
এ কৃত্রিম খতরনাক ধরাধামে,
স্বার্থের তরে সবাই মেরেছে ডুব
বুঝে গেছি আজ অবিশ্বাসী দমে দমে।
মানব হলো, নিষ্ঠুর ভয়ঙ্কর দানব
ভুলে গিয়ে তার সেবা ও প্রেম ধর্ম,
সত্য ছেড়ে মিথ্যা, ন্যয় রেখে জুলুম
বেছে নিলো পাপাচার বীভৎস সব কুকর্ম।
দেখিনি কি ওরা মৌমাছির মধু সংগ্রহ?
সেতো এক পতঙ্গ অতিশয় ক্ষুদ্র ও নগণ্য,
কত বিষবৃক্ষের ফুল হতে দেয় ঔষধি স্বচ্ছ মধু
হায়! সৃষ্টির সেরা শুধু মানুষই হলো জঘণ্য।
হায়! মানব রইলো না মানবিক হয়ে বিশ্বাসী
মানবতা আর বিশ্বাস টিকিয়েছে ক্ষুদ্র মৌমাছি,
মানবের তরে বিশ্বাস ভরে করে মধু আহরোন
মানবতা ও বিশ্বাসের এরচেয়ে কি হয় উদাহরণ?
রচনাকাল: ১৫।০৯।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ২০ ডিসেম্বর ২০২০ ইং