স্বচ্ছ মৌলিক প্রেমিক হই চলো
খাঁটি একেকজন দেশপ্রেমিক।
তবে- দুধে পানির মত, মধুতে চিনি মিশ্রিত;
শুকনো মরিচের গুড়ো মেশানো
চোখ ঝাঁঝানো সরিষার তেলের মত;
খাঁটি কখনো হতে চাইনি, চাইবো না।
যে প্রেমে প্রতারণা-ধান্দাবাজের প্রলেপ থাকবে না
থাকবে না ভণ্ডদের লুকোচুরি ভণ্ডামি,
শাহবাগীদের নষ্টামি শ্লোগান থাকবে না
থাকবে না রক্ততুল্য পতাকা পাছার নিচে।
যে প্রেমে থাকবে না মিথ্যার প্রতিশ্রুতি
চলো, সে রকমই মৌলিক প্রেমিক হবো।
শপথ করিলে বুকের রক্ত দিয়ে সীমান্ত রক্ষিবো,
অতঃপর ইয়াবা ফেন্সিডিলের চালান-
বাংলার ঘরে ঘরে পৌছানোর গুরুদায়িত্বে
নিজেকে অবনত করলে ড্রাগলর্ডের পা'য়ে।
এমন দেশপ্রেমিক হয়ে মিথ্যাচার করো না
নিশ্চিত ধ্বংস হবে, তোমরা ধ্বংস হবে।
যে প্রেমে হায়েনা শকুনের মত ক্ষুধা-তৃষ্ণা নেই
যে প্রেমে ভেজা ঠোঁটের উষ্ণ চুমু নেই।
যে প্রেম টাকার জন্য পতিতা বানায় না
যে প্রেম অর্থের জন্য দেশ-মাতৃকাকে
বিক্রি করে না ভিনদেশী দালালের হাতে,
আমরা এমন প্রেমিক হবো, মৌলিক প্রেমিক।
চলো— স্বচ্ছ মৌলিক প্রেমিক হই
খাঁটি একেকজন দেশপ্রেমিক।
রচনাকাল: ২৯।০৬।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং