মনের মাঝে তুমি রয়েছো বাংলা
যেদিকে তাকায় শুধু সবুজ শ্যামলা,
তোমাকে দেখে দেখে মুগ্ধ এ হৃদয়
তাইতো সেথায় শুধু এঁকেছি তোমায়।

মনের মাঝে রয়েছো সোনালী সকাল হয়ে
ভোরের কোকিলের কুহূ কুহূ গান সুরে,
কখনো তোমায় পেয়েছি নতুন সাজে-
হেমন্ত নয় ঋতুরাজ বসন্তের মাঝে।

মনের মাঝে তুমি যেন এক সন্ধ্যা তারা
তোমাকে দেখে বিশ্ববাসী মাতোয়ারা,
তুমি অনন্ত অটল এ ধরার মাঝে
চির উজ্জ্বল প্রদীপ মানবের ইতিহাসে।

মনের মাঝে তুমি এক জ্যোস্নালোকিত রাত
তোমার বুকে সূর্যোদয় আসে সুমধুর প্রভাত,
জীবন পেয়েছি আমি তোমার শখাসে উঠি
থেমে যেন যায় সেথায় জীবনের সে তরী।

রচনাকাল: ২৭।১২।২০১০ ইং
দৈনিক ঘাঘট, ১৩ অক্টোবর ২০২০ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ১৭ অক্টোবর ২০২০ ইং