ওগো মোহনা-
একদিন দেখেছিলাম তোমায় আমি
ঘুটঘুটে অন্ধকারের এক নিশীথিনী।
হয়তো অন্তরীক্ষ ছিলো কিছুটা ঘোলাটে
আবৃত ছিলো কৃষ্ণ নীরদের মোলাটে,
কাকের দৃষ্টির মত তোমার দুটি চোখ জ্বলছিলো কী যেন ছাপ আঁকা মুখ।
মোহনা- সেই শ্রাবণ ঘন রাতে
তুমি বসে ছিলে উঠানের ধারে,
চার পা ওয়ালা কাঠের চেয়ারে
জলদ পূর্ণ বৃষ্টিহীন সময়ে আমি ছিলাম পাশে।
মাঝে মধ্যে হালকা বায়ুতে মেঘ সরে গেলে
পূর্নিমার ঝাপসা আলোয় তোমার মুখ ঝোলসে ওঠে
গভীর প্রত্যক্ষ করি সহসা চমকে উঠে।
মোহনা- তোমার স্মরণ আছে কি?
স্পষ্ট দেখতে পেলাম
তুমি যেন কী খাচ্ছিলে
মাথা নিচু করে বলেছিলে আপনি খাবেন?
শুধু মুখখানা ঘুরিয়েছিলাম নির্বাক হয়ে
আমি জানি, তুমি ঢের লজ্জা পেয়েছিলে।
বুঝেছিলাম আকাশটা ছিলো খোলা
মেঘেরাও অবিরাম উড়ছিলো,
হয়তো অন্ধকার দেখছিলো বলে-
সেদিন দাওনি মুখে তুলে।
রচনাকাল: ১২।০৮।২০১২ ইং