নিস্তার পাবে না, অপেক্ষা কিছুক্ষণ
যেদিন ঘটবে মহাবিশ্বের মহাপ্রলয়,
পাহাড়-নদী, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা
ছিটকে পড়বে বিন্যাস্ত কক্ষপথ।
মিথ্যে অহমিকা ক্ষমতার দাপট?
বরফ টুকরোর মত নিঃপ্রাণ নিথর।
নিমেষেই অন্ধকারে নিক্ষিপ্ত হবে তুমি
প্রকৃতই না পারবে বাঁচতে, না মরতে!
সেদিনই বুঝবে সৃষ্টি কাকে বলে?
আসল স্রষ্টাই'বা কে ছিলো তোমার!

রচনাকাল: ১০।১২।২০১৯ ইং
দৈনিক সংগ্রাম, ১৩ মার্চ ২০২০ ইং