ইতিহাস শুনি মাছে-ভাতে বাঙালি সেই কবে
তিন অক্ততে মাছ ভাত খেতো কৃষক মজুর সবে
ধনী-গরিব-মধ্যবিত্ত চলেছে এক হালে
মাছ ভাত ছিলো প্রধান খাদ্য সবার খাবার থালে।

গরিবে আজ মরছে সেতো হাত পেতে সব দ্বারে
মধ্যবিত্ত বেঁচেও মরে বলবে তারা কারে?
মোটা কাপড় মোটা ভাতেও যাচ্ছে না দিন চলে
হাট-বাজারে গেলেই যেন মাথাটা রোজ টলে।

প্যাকেট হাতে রাত নয়টাই বাজবে কখন দশ'টা
কিনবে ঝিঙে পোকা বেগুন দেখে শুনে বশ'টা
যায় না ঢোকা মাছ বাজারে দর গরমের ঝাঁজে
হাটের কোনায় মুখটি বুজে কয় না কিছু লাজে।

মধ্যবিত্ত মাছের হাটে রাত্রি দশটা বাজায়
মাছ ব্যাপারী শেষের বেলা দামটা যদি বাঁচায়
রুই-কাতল আর ইলিশ সেতো নাম বলাটাও মিছে
তেলাপিয়ার স্বাদ'টা দারুণ, দাঁড়িয়ে তাই পিছে।

জীবন চলে অসহায় এক বৃত্তে ঘুরে-ফিরে
এমনি করে মধ্যবিত্তের নৌকো ডোবে তীরে,
দহন জ্বালায় চৌত্ররূপে হৃদয় জুড়ে খরা
স্বপ্ন ভাঙে আগুন চোখে জীবন বিষাদ ভরা।

রচনাকাল: ১৯।০৩।২০২১ ইং
দৈনিক বাংলা, ০২ এপ্রিল ২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ১৬ এপ্রিল ২০২১ ইং