অহঙ্কারের প্রাচীর গড়ে
চুপিসারে সরে যায় ছায়া।  
দিনের আলোয় বন্ধুরা হারায়,  
রাত্রির আঁধারে শূন্যে বাজে সাঁঝের শিঙা।  

প্রতিটি মিত্র একেকটি পাতা  
ঝরে পড়ে বসন্তহীন বৃক্ষে।  
নিজের ছায়ায় একা দাঁড়িয়ে,  
ভারত শুধু শোনে নীরব বিদ্রোহ।  

রচনাকাল: ১৬।১২।২০২৪ ইং