এ ভূবনে আছে সবচেয়ে প্রিয়জন
সে আমার মা সেইতো আমার আপন,
একটিমাত্র শব্দ সুমধুর নাম মা
তার চেয়ে মধুর মায়ের ভালোবাসা।

কত যে দুঃখ-বেদনা দিয়েছি মা'কে
তবুও 'মা' বুকে টেনে নিয়েছে আমাকে,
মমতাময়ী কেউ নেই মায়ের মতো
দেখে তার মুখ মুছে যায় পাপ যতো।

কখনো ফুরায় না মায়ের ভালোবাসা
বুকধন পাশে থাক এই তার আশা,
সন্তানের মুখের হাসিতে তার হাসি
তার সুখ স্বাচ্ছন্দ্যে মায়ের যত খুশি।

এ জীবনে মায়ের জন্য করলাম কী?
নির্জনে নিরালায় একটু ভেবে দেখি,
হে সন্তানেরা ফিরে আয় মায়ের বুকে
সেইতো আপনজন তোর সুখে-দুখে।

রচনাকাল: ১০।০১।২০১২ ইং
দৈনিক ফুলকি, ০৯ নভেম্বর ২০২০ ইং