শুধু মানুষের অবয়বে আমি-
ভেসে উঠি বারবার।

আমি নির্বোধ নই তবু-
হারিয়েছি যেন সকল সুবোধ,
আমি বসন্তে ঝরা শুকনো পাতা নই তবু-
পুড়ে পুড়ে হই চির অঙ্গার!
শুধু মানুষের অবয়বে আমি-
ভেসে উঠি বারবার।

জানি আমি আলালের দুলাল নই
মমতার আকাশটাও দিলো দূরে ঠেলে,
আমিতো নই কারো ভোগের ফসল তবু-
আন্ধারে ডুবে আজ রঙিন স্বপ্নদ্বার!
শুধু মানুষের অবয়বে আমি-
ভেসে উঠি বারবার।

আমি আম-কাঁঠালের মুছি নই তবু-
ঝরছি অকাল মৃত্যুর আহবানে,
আমি কয়লার স্তুপে সুপ্ত অগ্নি নই তবু-
কালের হাওয়ায় জ্বলে পুড়ে ছারখার!
শুধু মানুষের অবয়বে আমি-
ভেসে উঠি বারবার।

রচনাকাল: ০৯।০৩।২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ১২ মার্চ ২০২১ ইং
দৈনিক সংগ্রাম, ২৬ মার্চ ২০২১ ইং