আমরা তো সেই বীর জাতি!
বাংলা ভাষার জন্য র্নিদ্বিধায় জীবন দিয়ে
উৎযাপন করি একুশের সাথে ফেব্রুয়ারি,
যে মানুষটার ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন
অতঃপর বিভৎসভাবে তাকে খুন করতে পারি।
আমরা তো সেই বীর জাতি!
যমদূত করোনার থেকে শক্তিশালী হয়েও
দুমড়ে মুচড়ে পড়ে থাকি অলিগলি রাস্তায়,
শক্তি-ক্ষমতায় রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলি
ক্যামেরায় চোখ রেখে বুলি ছাড়ি সস্তায়।
আমরা তো সেই বীর জাতি!
রাতারাতি চার হাজার কোটি হাওয়া করে
বলে দেই সামান্য জালিয়াতি অন্যদেরও হয়,
দুই-এক কোটি টাকার মামলা হাকিয়ে আবার
জীবনের মতো জীবনকে করে দেই কারো ক্ষয়।
আমরা তো সেই বীর জাতি!
শততম ধর্ষনের পর উল্লাস উৎযাপন করি
অতঃপর ধর্ষন বিরোধী মানববন্ধনে দাঁড়ায়,
একাত্তরে লুটপাট ধর্ষনের দোহায় দিয়ে
আবার কতজনকে করি জেল ফাঁসিতে মাড়াই।
আমরা তো সেই বীর জাতি!
দু'হাজার নয়-এ পিলখানায় গেম খেলে
RAW দিয়ে ছেঁয়ে বেচে দিয়েছি বাংলাদেশ,
পাবলিক পাছা মেরে ক'টা ব্রীজ রাস্তা করে
উন্নয়নের মেট্রোরেলে নাচতেছি বেশ বেশ।
আমরা তো সেই বীর জাতি!
রাতের আঁধারে শাপলা চত্বর লণ্ডভণ্ড করে
মৌমাছির মতো মানুষ মেরে করেছি লাশ গুম,
সকালে নিশ্চুপ নিথর আলো কিছুই হয়নি যেনো
দেশের মানুষ গতরাতে আহা পড়েছে বেশ ঘুম।
আমরা তো সেই বীর জাতি!
সুদ ঘুষ দূর্নীতি লুটপাট চাঁদাবাজি করে
প্রতিবছর শুভক্ষণে কালো টাকা করি সাদা,
হিরোইন ফেন্সিডিল ইয়াবা গাজা মদ গিলে
গন্ধতে পোল্ট্রির মাংসে খাই একগাদা আদা।
আমরা তো সেই বীর জাতি!
পর্দা, বালিশ কাণ্ড ঘটিয়ে বিশ্বকে জানাই
ক্যামেরার সামনে আমরা রোজ খতিয়ে দেখি,
দু'চারটি চোর ছ্যাচ্ছড় মেরে দিয়ে বর্হিবিশ্বে
দেশের পাছা মারতে খবর জঙ্গী বলে লেখি।
আমরা তো সেই বীর জাতি!
ইতিহাস গড়ি রোজ আবার তা কলঙ্কিত করি,
জয় হোক আমাদের কলঙ্কিত অধ্যায়ের জয়
আমাদের রাজনীতি ধর-মার-কাট লুটেপুটে খাও
সত্যি বলতে লজ্জা আমাদের শোভনীয় নয়।
রচনাকাল: ৩০।০৭।২০২১ ইং