আজকাল তোমাদের বিলাসবহুল শহরের
লাল-হলুদ ল্যাম্পোস্টগুলো আর
দেখতে ইচ্ছে করে না
একদমই ইচ্ছে করে না।
এই সব বিজলী বাতির আলোকছটায়
শতশত চোখ ঝোলসে যায়,
বাস্তব শহরটা- শহর নয়, যেন সবই কৃত্রিম
সত্যকে চিনতে পারা দায়।
রঙিন চশমা পৃথিবীর গায়ে যেমন করে
মিথ্যার রঙ ঢেলে দেয়,
এই রঙরঙা শহরটা বুকে আশা জাগায়
তবে স্বপ্ন কেড়ে নেয়।
রচনাকাল: ২৭।০৮।২০১৯ ইং
দৈনিক সংগ্রাম, ০৫ জুন ২০২০ ইং